Car General Check Up List

কিছু চেক-লিস্ট ফলো করলে আপনার গাড়ি দীর্ঘদিন ভাল সার্ভিস দিবে । এর ফলে গাড়ির হটাৎ বড় সমস্যা দেখা দেয়ার দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা যায় ।

স্বল্প মেয়াদি চেক আপ  ঃ

১) Fluid লেভেল চেক  ঃ মাঝে মাঝে গাড়ির Fluid লেভেল চেক করুন। ইঞ্জিন ওয়েল লেভেল, ব্রেক fluid লেভেল, কুলেন্ট লেভেল(রেডিয়েটর/ ইনভার্টার) , ওয়াইপার fluid লেভেল ইত্যাদি।

২) ফিল্টার চেক  ঃ এয়ার ফিল্টার – কেবিন এয়ার ফিল্টার নিয়মিত চেক করে দেখুন ডাস্ট জমেছে কিনা । ডাস্ট থাকলে ঝেড়ে বা এয়ার কম্প্রেসর দিয়ে পরিষ্কার করে নিন। কন্ডিশন বেশি খারাপ হলে ভাল মানের ফিল্টার দিয়ে চেঞ্জ করে নিন। 

৩) টায়ার প্রেশার  ঃ টায়ারের প্রেসার নিয়মিত চেক করবেন। প্রয়োজনে টায়ার প্রেসার গেজ গাড়ির সাথে রাখুন । টায়ারের থ্রেড চেক করুন। কোথাও লিক থাকলে তা সারিয়ে নিন ।

৪) লাইট  ও সুইচ  ঃ গাড়ির সব গুলো লাইট ও সুইচ ঠিক মত কাজ করছে কিনা তা মাঝে মাঝে দেখুন

৫) ইঞ্জিন ওয়েল চেঞ্জ  ঃ ফুল সিন্থেটিক রেকমেন্ডেড গ্রেডের ইঞ্জিন ওয়েল এবং ভাল মানের জেনুইন ওয়েল ফিল্টার ব্যাবহার করুন । যাতে ৬ মাস বা ৫০০০-৬০০০ কিমি ভাল ভাবে চলা যায়। মাঝে মাঝে এঞ্জিন ওয়েল এর ঘনত্ব,রঙ এবং লেভেল এর দিকে খেয়াল রাখুন। ঘনত্ব খুব পাতলা হয়ে গেলে / রঙ খুব বেশি কাল হয়ে গেলে/ লেভেল কমে গেলে পরিবর্তন করা দরকার।

৬) চেক ইঞ্জিন লাইট  ঃ গাড়িতে চেক ইঞ্জিন লাইট আসলে তা সার্ভিস করে নিন। 

মধ্যম মেয়াদি চেক আপ  ঃ 

১) হাইব্রিড ব্যাটারি কুলিং ভেন্ট  ঃ হাইব্রিড ব্যাটারি কুলিং ভেন্ট নিয়মিত পরিষ্কার রাখুন এটা যেন বন্ধ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখুন।

২) ওয়াক্স/পলিশ  ঃ গাড়ি সর্বদা ক্লিন রাখুন। গাড়ি ধোয়ার পর ওয়াক্স করে রাখুন। ৪/৬ মাসে একবার গাড়ি পলিশ করে নিতে পারেন।   

৩) থ্রটল বডি ক্লিন  ঃ ৫-৬ মাসে একবার থ্রটল বডি ক্লিন করে নিতে পারেন। 

দীর্ঘমেয়াদি চেক আপ  ঃ 

১) ট্রান্সমিশন Fluid : ১ লাখ মাইলেজ এর মত গাড়ির ট্রান্সমিশন fluid চেক করে দেখুন। এরপর প্রতি দুই বা আড়াই বছর বা ২৫,০০০ কিমি পর পর চেক করুন বা পরিবর্তন করুন। CVT বা  Automatic Transmission বা  DCT এর জেনুইন এবং সঠিক fluid টি ব্যবহার করুন।

২) শক-এব্জরবার-স্ট্রাট-স্টিয়ারিং সিস্টেম চেক ঃ শক-এব্জরবার-স্ট্রাট-স্টিয়ারিং সিস্টেম চেক করুন এগুলো ঠিক মত কাজ করছে কিনা। এগুলো থেকে যদি শব্দ আসে বা লিক করে বা কোন ও কম্পোনেন্ট নস্ট থাকে তা সাথে সাথে পরিবর্তন করুন ।

৩) কুলেন্ট চেঞ্জ  ঃ ৭ বছরের পুরনো গাড়ি হলে কুলেন্ট চেঞ্জ করে নিতে পারেন। সঠিক ভাল মানের কুলেন্ট দিয়ে আবার রিফিল করুন।

৪) ব্রেক Fluid চেঞ্জ  ঃ ব্রেক Fluid কাল বা নস্ট হয়ে গেলে তা চেঞ্জ করে নিন। গাড়ি কেনার ২-৩ বছরে চেঞ্জ করে নিতে পারেন। 

৫) স্পার্ক প্লাগ  ঃ স্পার্ক প্লাগ চেক করুন এর গ্যাপ ঠিক আছে কিনা বা হেড পুড়ে/কার্বন জমে নস্ট হবার পর্যায়ে গেছে কিনা দেখুন হলে তা রিপ্লেস করুন ভাল মানের প্লাগ দিয়ে।

৬) সারপেন্টাইন বেল্ট  ঃ সারপেন্টাইন বেল্ট যেটা লোকাল গ্যারেজে ফ্যান বেল্ট বলে তা চেক করুন এতে কোন ক্রাক আছে কিনা থাকলে তা অরিজিনাল দিয়ে রিপ্লেস করুন।

৭) ওয়াইপার ব্লেড  ঃ ওয়াইপার ব্লেড এর রাবার চেক করে দেখুন নস্ট হয়ে গেছে কিনা হলে তা সাথে সাথেই পরিবর্তন করুন

৮) টায়ার রোটেশন  ঃ টায়ার রোটেশন করুন ৬-৮ মাস পরপর। টায়ার পরিবর্তন করার প্রয়োজন হলে তা করে নিন ।

৯) হুইল অ্যালাইনমেন্ট ও ব্যালেন্সিং  ঃ ১-২ বছরে হুইল অ্যালাইনমেন্ট ও ব্যালেন্সিং চেক করুন । গাড়ি যদি হাই স্পিড এ কাপাকাপি করে / টায়ার ঠিক ভাবে ক্ষয় না হয়ে একপাশে ক্ষয় হতে থাকে তবে হুইল অ্যালাইনমেন্ট ও ব্যালেন্সিং করে নিন।

১০) অক্সিলারি ১২ ভোল্ট ব্যাটারি  ঃ ১২ ভোল্ট ব্যাটারি এর কন্ডিশন চেক করুন । মেইনট্যানান্স ফ্রি না হলে তার ওয়াটার লেভেল চেক করুন নিয়মিত এবং পরিবর্তন এর সময় হলে/ বেশ পুরনো হয়ে গেলে তা রিপ্লেস করে নিন । গাড়িতে একটি জাম্পার কেবল রাখতে পারেন হেল্প দিয়ে স্টার্ট করার জন্য ।

CITY CAR ZONE এ আসতে পারেন এ সকল কিছু চেক করে নিতে, আমরা সকল কিছুতে সহযোগিতায় নিয়জিত ধন্যবাদ

 

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *